Title: Tomar Jonno
Band: X-Factor
Album: Rock 707
Track: 1
আগামীর রঙে, চেয়ে দেখা স্বপ্ন আকাশ ছোঁয়ে
ফিরে দেখা তুমি, উন্মাদনায় আছো আমার বিশ্বাসে
দুঃখের মেঘে ঢাকলে নীলিমা, নীল অভিমানে
জোছনায় খোঁজে এতটুকু ঠাঁই, তুলে নেব ভালোবাসা
কোন একদিন মেঘের ওপারে, তোমারই জন্য নামবে বরষা
নিজেকে হারিয়ে স্বপ্নের কাছে, শত বেদনায়, খুঁজে নেব আশায়
কোন কান্না ছোঁবেনা তোমাকে
কষ্ট মুছে যাবে, স্তব্ধতায়
আশা নিয়ে থেমে থাকবে সময়, আজন্ম প্রতীক্ষায়
দুঃখের মেঘে ঢাকলে নীলিমা, নীল অভিমানে
জোছনায় খুঁজে এতটুকু ঠাঁই, তুলে নেব ভালোবাসা
কোন একদিন মেঘের ওপারে, তোমারই জন্য নামবে বরষা
নিজেকে হারিয়ে স্বপ্নের কাছে, শত বেদনায়, খুঁজে নেব আশায়…