80s toys - Atari. I still have
<Back#Home
Title: Tomake
Band: Artcell
Album: Oniket Prantor

তোমাকে আলো ভেবে
চোখ চেয়ে থেকেছি আঁধারে
নিরব থেকে
ডেকেছি আমার একা নির্জনে।
স্বপ্নগুলো হারিয়ে ফেলে
চেয়েছি ফিরে তোমার আলোকে।
তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে
আপন আঁধারে।
যেখানে স্বর্গ ভাসে তোমার আমার আকাশ সেখানে
অন্য রং এ আঁকা আয়নায় মৃত জলছবি
সেই ছবিতে অন্ধ কবি আমি এক
হাতড়ে ফিরি আলোর সিঁড়ি।