Pair of Vintage Old School Fru
Title: Smritigulo
Band: Warfaze
Album: Aalo
সেই সুখ ছবি আজও ভেসে বেড়ায়
ঐ ঝাউ বনের নিরালায় এখনও
সেই সুখপটে শুধু আছ তুমি
আছ আমারই চেতনার মাঝে যে
ওওও আমি পারিনা যে
ওওও তোমায় ভুলে যেতে
সেই স্মৃতিগুলো মনেরই মাঝে
জেগে রয় যে শুধু সারাক্ষন
আমি পারিনা যে ঐ চোখেরই ভাষা
এই মন থেকে হারাতে
বসে থেকে একা একা
শুন্য বুকেরই মাঝে যে
তোমায় খুঁজে বেড়াই ঐ নীল সীমানায়
সেই যে পাহাড় চূড়ায় তুমি নেই
সেই স্মৃতিগুলো মনেরই মাঝে
জেগে রয় যে শুধু সারাক্ষন
আমি পারিনা যে ঐ চোখেরই ভাষা
এই মন থেকে হারাতে
সেই স্মৃতিগুলো মনেরই মাঝে
জেগে রয় যে শুধু সারাক্ষন
আমি পারিনা যে ঐ চোখেরই ভাষা
এই মন থেকে হারাতে
সেই স্মৃতিগুলো মনেরই মাঝে
জেগে রয় যে শুধু সারাক্ষন