শান্তির স্বপ্ন কি পূর্ণ হবে?
যুদ্ধ – ধ্বংসের শেষ নাই
হিংসা, হত্যা , মাদকতা
শান্তির স্বপ্ন তা নয়।
মানুষের প্রতি ভালবাসা
ফিরে কি পাওয়া যাবেনা?
চারিদিকে কি নৃশংসতা
দেখি শুধু ধ্বংসলীলা।
সময়ের হাতে গড়া সভ্যতা
নিমিষেই শেষ হয়ে যায়
চারিদিকে কি নৃশংসতা
দেখি শুধু ধ্বংসলীলা।
মানুষের প্রতি ভালবাসা
ফিরে কি পাওয়া যাবেনা?
অস্ত্র নিয়ে নেতাদের ছেলেখেলা
যার তরে ভয়ের স্রোত বয়ে যায়।
শান্তির স্বপ্ন কি সত্য হবে?
যুদ্ধ – ধ্বংসের শেষ নাই..
অস্ত্র আর শত্রুতা
দু’জনে পাশাপাশি রয়।
এই কি জীবন যাতে শান্তির কিছু নাই?