Pair of Vintage Old School Fru
Title: Shamanno Dushopno
Band: RockStrata
Album: RockStrata

জানালার বাইরে কোটি কোটি জনতা
ক্রুদ্ধ, ক্ষুব্ধ, উন্মত্ত,
চারিদিকে কোলাহল, হিংসা হিংস্রতা
চারিদিকে ভাঙ্গনের শব্দ।
আমি দশ কোটি অভাগা
বাতাস গর্জে বলে আমার প্রাপ্য নিতে এসেছি
আমি শিশুর চোখের জল
বৃষ্টি ছাপিয়ে উঠে এতকাল নিশ্চুপ থেকেছি।
মুষ্টিবদ্ধ হাতে আগুন ঝরানো চোখে
শত শত বছরের অভিযোগ
পায়ের আঘাতে মাটি কেঁপে কেঁপে উঠে আজ
মিশে যাক এই সাম্রাজ্য।
আমার সন্তানের অন্ন নিয়েছ কেড়ে
চিৎকার করে ফসলের মাঠ,
পৃথিবী চলে যাক হাতে তুলে দিয়েছিলে
প্রতিদান দিতে হবে তাকে আজ।
জানালার বাইরে কোটি কোটি জনতা
ক্রুদ্ধ, ক্ষুব্ধ, উন্মত্ত,
চারিদিকে কোলাহল, হিংসা হিংস্রতা
চারিদিকে ভাঙ্গনের শব্দ।
আমি দশ কোটি অভাগা
বাতাস গর্জে বলে আমার প্রাপ্য নিতে এসেছি
আমি শিশুর চোখের জল
বৃষ্টি ছাপিয়ে উঠে এতকাল নিশ্চুপ থেকেছি।
সকলই কল্পনা ওরা বড় শান্ত
মূর্খ বাধ্য বড় অসহায়,
বিশ কোটি হাতে আজ শিকল ছেঁড়ার কথা
এখনো ওদের কাছে জানা নেই।
এখনো স্তব্ধ ওরা আজও বড় শান্ত
মূর্খ বাধ্য বড় অসহায়,
এখনো স্তব্ধ ওরা আজও বড় শান্ত
শুধু দুঃস্বপ্ন দেখায়।