Title: Rokte Veja Mati
Band: RockStrata
Album: RockStrata
যেখানে আকাশ আর পৃথিবী
একসাথে মিশে গেছে হাতে হাত ধরে
সেখানে দাঁড়িয়ে আছে একটি মেয়ে
দু’নয়নে জ্বালাভরা দৃষ্টি নিয়ে।
ফেলে আসা অতীতের স্মৃতিরা
ছুঁয়ে যায় হৃদয়ের দ্বারগুলো,
হারিয়ে যাওয়া সব মানুষের
পায়ের শব্দ যেন আসছে ভেসে।
এখন সময় শুধু প্রার্থনার
এছাড়া দেবার মতো কিইবা আছে?
নিশ্চুপ আকাশের অন্তরালে
আছে কি লুকিয়ে কোন শান্তির দেশ?
বয়ে যাওয়া এতগুলো বছরের
হিসেব কে দেবে আজ ঐ মেয়েটিকে?
শেষে কি নিয়তি তুমি লুকিয়ে গেলে?
এখনো কি তোমার খেলা হয়নি কি শেষ?
কোন এক সময়ে হৃদয়ে যে ছিল প্রেম
জীবনের প্রতি ছিল দৃঢ় এক বিশ্বাস
কোন এক সময়ে আকাশে তারারা ছিলো
জীবন নদীর মতো বহমান হয়ে ছিলো।
সূর্যের তরে ছিলো অধীর প্রতীক্ষা
ছিলো রাত্রির মাঝে কোমল আলিঙ্গন
স্বপ্নের মাঝে কভু ছিলোনাকো চিৎকার
ছিলোনা আগুন আর দস্যুর হুংকার।
পৃথিবীর মাটি ভেদ করে সেই দিন ফুরে
এসেছিলো আগুন এই মর্তে,
মৃত্যুর নিঃশ্বাস আগুনের ফোয়ারা
ঝাঁপিয়ে উঠেছিল যোদ্ধার রক্তে।
দাবানল নিভে গেছে সব আজ শান্ত
রনাঙ্গনে আজ রাত নিস্তব্ধ
সব শেষে এ টুকুই রয়ে গেছে মেয়েটির
প্রেমিকের রক্তে ভেজা এই মাটি।