Title: Pathor Bagan
Band: Artcell
Album: Oniket Prantor

সমাধির বিশাল প্রান্তরে একা জেগে
আমাদের তথাকথিত সভ্যতার যীশু,
ধার করা কবিতার শ্যাওলা মাখা স্মৃতির পাথরে
মুখ থুবড়ে পড়ে থাকে এ মূল্যবোধ।
সাদা ক্রুশের মিছিল জুড়ে মিথ্যে অহংকার ভুল
নায়কের ছদ্মবেশে নেয় নিঃশ্বাস,
সম্মোহিত মৃত প্রজন্ম ফিরে আসে
ফিরে আসে জন্মান্তরের বিবর্তনে।
আড়ালে হেসে যায় যুদ্ধের দেবতা
ধ্বংসের সুর তোলে আবারও,
পৃথিবীর বুকে আবাস গড়ে
নতুন কোনো পাথর বাগান।
তোমাদের পাথর বাগানের সবুজ ঘাসে
মিশে থাকে কত যুগের নষ্ট গল্প,
কত পতাকার রঙ ধুয়ে যায় অভিশাপে
আকাশের সাদা অনুভুতিতে শুধু ঘৃনা।

Pair of Vintage Old School Fru