Lamborghini Huracán LP 610-4 t
Title: Otit
Band: Aurthohin
Album: Projonmo

যখন আমি থাকবো না, থাকবে পরে স্মৃতি
তোমার পাশে বসবে এসে অন্য কোন কবি
তোমার ঘরে অনেক রাতে ভাঙ্গবে যখন ঘুম
দেখবে কেমন অন্ধকারে নীপাত নিঝুম
যখন আমি থাকবো না আর তোমার পাশে পাশে
ভিড়ের চোখে থাকবো মিশে দুঃখ আপোষ
যখন তুমি আমার পাশে বসার বাহানায়
হাতটা ধরে নিজের মাঝে যাচ্ছো শুধু হারায়
আমার মতো অনেক আমি মুখোরিত ভিড়ে
হারিয়ে যাব তোমার থেকে ইচ্ছেমত দূরে
অনেক দূরে তোমার থেকে যখন আমি নাই
তোমার মনের নির্জনতায় একলা এসে দাঁড়াই
যখন তুমি অনেক রাতে ফিরবে একা ঘরে
শীতের রাতে দেখার ভুলে আসবে অতীত ফিরে
হাটার সময় ভিড়ের মাঝে হয়তো অন্য মুখে
খুঁজবে তেমন আমার মতন শুন্য দুটি চোখে
যখন আমি থাকবো না আর তোমার গানের খাতায়
দেখবে কেমন অতীত এসে তোমার ঘরে দাঁড়ায়
অনেক দূরে তোমার থেকে অনেক দূরের পথ
অচেনা সব গানের সুরে হব কন্ঠস্বর
যখন আমি থাকবো না অচীন সুখের ভিড়ে
আসবো ফিরে নতুন করে তোমার লেখা গানে...