Polly po-cket
Title: Ondho Jibon
Band: AvoidRafa
Album: Bhaar
আমার স্বপ্নে তুমি টুকরো ছায়া আমার শূণ্যতার পৃথিবী
আমার জীবনে তুমি স্বপ্নে ঘেরা এক ছোট্ট বাধা অনুভূতি
একলা ঘরে জীবন বাধা শরীর ক্লান্ত মন আমার অস্থির
শূণ্যতায় আঁধার স্বপ্নে তুমি আমার খুব কাছে এসেছো
হাত বাড়িয়ে ছুঁতে ইচ্ছে করে তোমার ছায়াকে
অশ্রুভেজা দৃষ্টি তোমার হাতছানি দিয়ে ডাকে
এই সুর বাজে আমার মনে আমার শূণ্যতার গহীনে
এক অন্ধজীবনের রঙে আঁকা তোমার সেই ছবি
বৃষ্টিভেজা তুমি ক্লান্ত মনে হাঁটছো কেন একা পেছনে
ফেলে যেতে ইচ্ছে হয় না আমার এই জীবনকে
হাত বাড়িয়ে ছুঁতে ইচ্ছে করে তোমার ছায়াকে
অশ্রুভেজা দৃষ্টি তোমার হাতছানি দিয়ে ডাকে
হাত বাড়িয়ে ছুঁতে ইচ্ছে করে তোমার ছায়াকে
অশ্রুভেজা দৃষ্টি তোমার হাতছানি দিয়ে ডাকে