Title: Nirban
Band: Meghdol
Album: Shohorbondi

কিছু বিষাদ হোক পাখি, নগরীর নোনা ধরা দেয়ালে
কাঁচ পোকা সারি সারি, নির্বান নির্বান ডেকে যায়।
কিছু ভুল রঙের ফুল ফুটে আছে রাজপথে
কিছু মিথ্যে কথার রং আমাদের হৃদয়ে।
এখনও এখানে নীরবে দাড়িয়ে
অগণিত প্রতিশোধ জাগে আত্মার ভেতরে..
কিছু মাতাল হাওয়ার দল
শুনে ঝোড়ো সময়ের গান
এখানেই শুরু হোক রোজকার রূপকথা।
কিছু বিষাদ্গ্রস্থ দিন ছিল প্রেমিকার চোখে জমা..
আলো নেই, রোদ নেই,কিছু বিপন্ন বিস্ময়..
ক্ষমাহীন প্রান্তর জুড়ে আমাদের বেঁচে থাকা।
কিছু বিষাদ হোক পাখি, নগরীর নোনা ধরা দেয়ালে
কাঁচ পোকা সারি সারি, নির্বান নির্বান ডেকে যায়।

XtGem Forum catalog