XtGem Forum catalog
Title: Nikrishto
Band: Aurthohin
Album: Aushomapto

কখনো কি তোমার মনে হয় যে তুমি কোথাও নেই?
শুরু কিংবা শেষ
অথবা মাঝামাঝি?
বজ্রপাত হোক আর না হোক
ঘুম তোমার ভাঙ্গুক আর না ভাঙ্গুক
চারিপাশ যে থাকবে তোমারি সবসময়েই অন্ধকার
তুমি বলেছিলে মানুষ বদলায়
আমিও বদলে গেছি, বুকের মাঝে জাপটে ধরে থাকা…হারিয়ে গেছে
তোমার জন্য লিখতে লিখতে আমার হাত কি এখনো কেঁপে ওঠার কথা?
অথবা আমার দৃষ্টিটা কি একটু ঝাপসা হবার কথা?
আমার আর আগের মত কান্না পায় না
আমার আর তোমার জন্য রক্ত ঝরেনা
আমার এক ফোঁটা রক্ত,
তোমার মানসিক ভারসাম্যহীন ন’পুংষক
চিন্তাধারার চেয়ে অনেক দামী
তুমি বলেছিলে মানুষ বদলায়
আমিও বদলে গেছি, বুকের মাঝে জাপটে ধরে থাকা…হারিয়ে গেছে
বজ্রপাত হোক আর না হোক…