Title: Mukti Dao
Band: RockStrata
Album: RockStrata
ভাবতে ইচ্ছে করে
এখনো জীবন চলেছে বয়ে কোন অজানায়
ভাবতে ইচ্ছে করে
প্রতিটি নিঃশ্বাসে নিয়েছি বাঁচার পথ মৃত্যু নয়
আমার রাত্রিশুধু মৃত্যুর অভিশাপ
স্বপ্ন কিংবা প্রেমের মুখোশে
প্রভাতের রক্তেরাঙ্গা নবজাত সূর্য
মৃত বিসৃত সব দিন নিয়ে আসে
আঁধারে ঢাকা এই উৎসবে
কত রক্তের ধারা
কত অজানা অশ্রু
কত হাসি কত গান
কত অচেনা জীবন
হারিয়ে গেছে
অপবিত্র এই উল্লাস
জীবন নামের চার দেয়ালে ঘেরা
এই বন্দীশালায় কত অগ্নিশিখা
হারিয়ে গেছে
মিথ্যের ভারে অবনত
শত অশালীন মুখ
কত ভ্রান্ত প্রেমের কাছে
রক্তের আস্বাদে মত্ত
পশুর মাঝে
হারিয়ে গেছে
মুক্তি দাও আশ্রয় নয়
মুক্তি দাও আশ্বাস নয়
মুক্তি দাও ভালোবাসা নয়
মুক্তি দাও স্বাধীনতা নয়
নতুন জীবন নয়, নতুন কবিতা নয়
সাজানো বাগান নয়, নিষ্পাপ শিশু নয়
দ্বিধাহীন রাত নয়, কোমল স্পর্শ নয়
শান্তির নীড় নয়, ভোরের শিশির নয়
মুক্তি দাও…