Title: Mukhosh
Band: Artcell
Album: Onno Shomoy

মুখোশে আমায় যেমন দেখ
পরিচ্ছন্ন তোমার মত,
মুখোশে আমার শরীর ঢাকা
তোমার চোখেও মুখোশ আঁকা।
যতই মিথ্যের দেয়াল গড়ি
তোমার আমার চারিপাশে,
নিজের আয়নায় মুখোশবিহীন
পড়ে থাকি গল্প শেষে আমি।
জানালার ভেতরে বাহিরে
দুজন দেয়ালের কাছাকাছি যাই,
দেয়ালে বাঁধা সস্তা জীবন
নিজের আয়নায় একলা দাঁড়াই।
মুখোশে যাকে তুমি চেন
চেন না যাকে মুখোশ বিহীন,
আমরা দুজন সত্য পুরুষ
নিজের ভেতর দুজনেই পরাধীন।
শূন্যতায় প্রশ্ন থেকে দাঁড়ায়
মনের খোলা ঘরে,
দেয়ালে চৌকাঠে আয়নায় কে সত্য?
তুমি না আমি?

XtGem Forum catalog