Title: Moron Brishti
Band: RockStrata
Album: Notun Shader Khoje
কারা যেন কেবলই কাঁদছে
বলছে আসছে মরণ বৃষ্টি
থাকবেনা কোন কিছু এই ভাবে
নষ্ট হবে এই মহাসৃষ্টি
খেলছিলাম তুমি আমি
আমাদের খেলাঘরে
শুনলাম আসছে মরণ বৃষ্টি
আমাদের খেলার পরে
মা মোর ডাকছে আমায়
বলছে খোকা ঘরে আয়
সময় শুধু বয়ে যায়
ঘরে এসে বস মোর পাশে
মনে হয় সময় বেশি নাই
হায় বিধাতা তুমি করলে এ কি
দিকে দিকে চারিদিকে আমি একি দেখি?
সবাই করছে ছুটোছুটি
মোরা কোথাও কি করেছি ত্রুটি?
এই বুঝি তোমার পুরষ্কার
এই বুঝি মোদের নিয়তি
নষ্ট করেও পাবে সুখ তুমি
সুন্দর এই পৃথিবী
হ্যাঁ বিধাতা জবাব দাও
তবে কি আমরা অনাসৃষ্টি?
সৃষ্টি করেছিলে কেন আমাদের
কেনই বা দেবে মরণ বৃষ্টি?