XtGem Forum catalog
<Back#Home
Title: Mittha
Band: Black
Album: Amar Prithibi

সময় হল এখন আমার
মুখোমুখি বসবার
বুকের কাছে প্রিয় আগুন
জ্বলে উঠবার

তোমার সঙ্গে আমি হারিয়ে যাবো
ঘুমের দেশে লুকাবো
বাতাসের দিনে হেঁটে যাবো বহুদূর

সময় হল এখন তোমার
আমাকে জাগাবার
ভেজা হাতে ছুঁয়ে দিও
আমার সব আর্দ্রতা

তোমার সঙ্গে আমি হারিয়ে যাবো
ঘুমের দেশে লুকাবো
বাতাসের দিনে হেঁটে যাবো বহুদূর...