Title: Lilua Batash
Artist: Minar
Album: Lilua Batash

আবারও পথে দেখা পথিকেরই সাথে
চেনা মুখে সে অভিমান
বিবালী বাউল গাইছে দেখ অগোচরে
বাউন্ডুলে কোন গান
প্রশ্নগুলো প্রশ্ন দিয়ে ঘেরা শুধু
উত্তরেরা উড়ে
সবাই সুখে সুখী হলে বল তবে
হবে কে ভবঘুরে
ঘরে ফিরে আয় দাঁড়িয়ে যে ঠায়
লিলুয়া বাতাস ডাকে
ভাবছ কি যে হায় একা নিরালায়
আজও মনে পড়ে তাকে
অচেনা মোহের অজানা হিসেবগুলো
ভেঙ্গেচুরে ছারখার
ফেরারি হৃদয় ঘুরে ঘুরে দূরে দূরে
কেবলই এপার ওপার
হিসেবী জীবন হঠাৎ বেহিসেবী
মন যে কোথায় হারায়
আহত পাখির ভীত আহ্বানে তবু
সময় থমকে দাঁড়ায়...

Disneyland 1972 Love the old s