Title: Kobe
Band: Nemesis
Album: Tritio Jatra

কত কথা ঝরে ছিল এই পথে
তবে এত কথা দিয়ে কি হবে
যদি নাই দেখি এই পথ চলে
যদি নাই থাকি তোমারি হয়ে
কবে কথাগুলো গাব সুরে
কবে এই কথা?
কবে কথাগুলো গাব সুরে
কবে এই কথা?
আমি ফিরে দেখি ভাঙ্গা আয়নাতে
এই শেষ রাতের গল্পগুলোকে
মনেরই বন্ধ জানালাতে
কথাগুলো আজ হারিয়ে
তবে তোমার কথা শুনে
কতটা পথ দেখব ঘুরে?
কবে কথাগুলো গাব সুরে
কবে এই কথা?
কবে কথাগুলো গাব সুরে
কবে এই কথা?
কবে কথাগুলো গাব সুরে
কবে..
কল্পনা আজ পেছনে ফিরে রয়
অন্ধ ভুবনে
কথাগুলো আজ জড়িয়ে একসাথে
অন্য কারো সুরে
কবে…
কবে কথাগুলো গাব সুরে
কবে এই কথা?
কবে কথাগুলো গাব সুরে
কবে…

Ring ring