pacman, rainbows, and roller s
Title: Jatra
Band: Cryptic Fate
Album: Danob

সেই পথে চলে যাও যে পথে সবাই যায়
যেখানে ভাগ্য নির্ধারণের চিন্তা নাই
কেন পরে রবে এই রুদ্র ঠিকানায়
এই ক্ষুদ্র পরিবেশে কেন বেড়ে উঠবে
রঙিন স্বপ্ন চোখে যাত্রা শুরু
পাল তুলে দিয়েছো তুমি নদীর ওপার যাবেই
হাল ধরে বসেছো তুমি নদী পার হবেই
যত সুখ সবই ওপারে
যত সুখ সব কি ওপারে?
যা নেবার নিয়ে নাও যা কিছু খুঁজে পাও
যা দিয়ে গর্বে ভবিষ্যতের আঙিনা
আসবে তুমি ফিরে যখনই সময় পাও
দেশের অবস্থা দেখে একটু করে কাদবে
তোমার চোখে পানি নেবনা আমি…
তোমার এই দেশ গড়া হয়েছে আমারই
কষ্টার্জিত পরিশ্রমে বাধা শেকড়া
কিছুর টানে এসো একটা হলেই হয়
আমার দরজা খোলা রবে চিরতর…