Snack's 1967
Title: Gopon Kuthuri
Band: RockStrata
Album: Notun Shader Khoje
আমাকে স্পর্শ করে দেখ
দেখে নাও জৈবিক প্রতিক্রিয়া
আমাকে প্রশ্ন করে দেখ
বুঝে নাও মানসিক কলকব্জা
তোমার সীমিত বিজ্ঞানে
ছক কেটে এঁকে নাও আমার ধরন
তোমার স্বল্প পরিমাপে
সীমা এঁকে বেঁধে দাও আমার জীবন
আর আমি এক গোপন কুঠুরির মাঝে
আঁধারে শীতল মেঝেতে বসে
মগ্ন হব অসীম সৃষ্টিতে
আমাকে আঘাত করে দেখ
তোমার দম্ভ যদি প্রতিদান চায়
হয়তো অবোধ্য হাসিতে
অথবা প্রলয়ে আমি দেবো পরিচয়
তোমার বিস্ফোরিত চোখে
যদিবা আমার ছায়া প্রসারিত হয়
আমার কবিতা খুলে দেখো
তোমার ঠিকানা তুমি পাবে নিশ্চয়...