Title: Ei Amar Jibondhara
Band: RockStrata
Album: Notun Shader Khoje
এতটা পথ ঘুরে এসে
এখনো যেন আমি একা
দেখেছি শত জীবন
পড়ে আছে চারিদিকে মুগ একা
সময় নেই আর
ছোট্ট এই জীবন
জানিনা কি হবে
ভাবছি সারাক্ষন
ভাবতে গিয়ে ভয় পাই
বারে বারে হোচট খাই
করবো কি কোথায় যাই
এভাবে তো যায়না বেঁচে থাকা
কি বলবো তোমাকে
এখন আমি পথ হারা
জানিনা কি হবে আমার
এই আমার জীবনধারা…