Title: Dui
Band: RockStrata
Album: Notun Shader Khoje
দীপ জ্বেলে চলে যাও
দু'নয়নে আশা রেখে যাও
কিছু সুর কিছু কবিতা
পিছে ফেলে তুমি চলে যাও
তার বিশ্বস্ত হাত
ধরে মিথ্যুক আমি চাই
বেঁধে রাখতে দুই মন
এই স্বপ্নিল দিনটায়
দুটি পৃথিবী আমার
দুটি সুরে দুটি গান
দুটি সম্ভাবনা ডাকে ইশারায়
শিকলের এ বাঁধন
করে পরেরে আপন
বলে এক ভালো, দুই অসাধারণ
ঘর ছেড়ে চলে যাই
কোলাহল ছেড়ে বহুদূর
দূর কোন বাগানে
চল চেয়ে দেখি এ দুপুর
তার বিশ্বস্ত হাত
ধরে মিথ্যুক আমি চাই
বেঁধে রাখতে দুই মন
এই স্বপ্নিল দিনটায়
দুটি পৃথিবী আমার
দুটি সুরে দুটি গান
দুটি সম্ভাবনা ডাকে ইশারায়
শিকলের এ বাঁধন
দুটি পথে আহবান
সাড়া দিয়ে কোনদিকে যাব জানিনা
দুটি পৃথিবী আমার
দুটি সুরে দুটি গান
দুটি সম্ভাবনা ডাকে ইশারায়
দুটি পৃথিবী আমার
দুটি দেশ, দুটি নাম
একই সাথে কখনো কাছে পাবোনা...