Snack's 1967
Title: Cholo Hariye Jai
Band: RockStrata
Album: Notun Shader Khoje
চলো সবাইকে বলি এক সুন্দর রূপকথা
আছে একটি রাজ্য যেখানে নেই কোন ব্যথা
সবাই সেখানে একে অন্যকে চেনে
ছোট বড় সবাই একে অন্যকে মানে
চলো হারিয়ে যাই
দেখো কোন বাঁধা নেই
প্রতিদিন যেন মনে হয় রঙিন স্বপ্নে মাখা
সবাই যে উড়ে যায় মেলে নিজের পাখা
সেই সুন্দর রাজ্যে নেই, নেই কোন রাজা
নেই কোনও দোষ কারো, নেই কোন সাজা
চলো মোরা চলে যাই তেমন সুন্দর স্থানে
দুঃখ যেখানে নেই কষ্ট নেই কোন মনে
ফুর্তি আনন্দ শুধু যেন মনে প্রাণে
এমন একটি দেশ কি খুঁজে পাবো শুধু গানে...