Title: Chinho
Band: Black
Album: Abar
এখানেই শেষ আমাদের সব কথা
সব কিছু
বসে থেকো না এভাবে তুমি
চলে যাও এখনি
দীর্ঘকাল আমি অনিদ্র
আমি অসুখী
রেখে যাও একটা চিহ্ন
যদি পারো
দীর্ঘকাল তুমি অনিদ্র
তুমি অসুখী
পৃথিবীর সব দুঃখ
যখন এই গানে
তাহলে সবাই হয়তো
এখন সুখী॥
পৃথিবীর সব দুঃখ
(এটা নিয়ে যাও তোমার সাথে, এটা আমার না)
যখন এই গানে
(রেখে যাও চিহ্ন)
তাহলে সবাই হয়তো
(এটা নিয়ে যাও তোমার সাথে, এটা আমার না)
এখন সুখী
(রেখে যাও চিহ্ন)