Title: Bhul Jonmo
Band: Artcell
Album: Onno Shomoy

আমি জন্মাতে দেখেছি
জীবনের সব ভুলগুলো
জীবন ভুল না হতে পারে
হয়ত সময় ভুল ছিল
সময়ের ভুলে জীবন মঞ্চে
অভিনয় করছি আমি
নষ্ট হচ্ছে স্বকীয়তা
ক্রমশ নষ্ট হচ্ছি আমি..
তবু চিৎকার যখন অর্থহীন আর্তনাদ
প্রতিবাদ কোন দুর্বোধ্য ভাষা
সবাই যখন আদিম উল্লাসে মত্ত
ভুল জন্ম তোমাকে জানাই বিদায়
স্বপ্ন মঞ্চে মেলানো যায়না জীবন
অলীক স্বপ্নে বদলায় না বাস্তবতা
সময় বদলায়, বদলায় এ জীবন
ধীরে ফিকে হয়ে যায় আমার এ অস্তিত্ব
ভুলের বেসাতি শেষ হয়ে যাক এবার
কষ্টে ডুবে থাকা নয়
নয় আর হাহাকার
আমার দ্বৈত স্বত্তা
করছে আজ অস্বীকার
সময় তাকিয়ে দেখো
পরিবর্তন বাস্তবতার
চোখের কোণে লেগে থাকা স্মৃতি
ঘুমের মত তীব্র ভালবাসা
আলিঙ্গনে নিমগ্ন শূন্যতা
ভুল জন্মে আমার অসারতা…

XtGem Forum catalog