Pair of Vintage Old School Fru
Title: Bhaar
Band: AvoidRafa
Album: Bhaar
অন্ধকার দেয়ালে ছায়া কেউ দেখছে না কেন বলে আমি অস্থির ক্লান্ত কল্পনা কি বাস্তবতা
সৃষ্টির কাছে এসে সব সত্যের ভার কি নিতে পারবে তারপরে
রঙধনু তোমার মনে ছায়ার ছবি তোমার রঙ্গে
অহংকার সবার বলার সবুজ কল্পনাতে হারিয়ে যাই
আকাশ ছোঁয়া সব পাওয়া পুরো পৃথিবীটাকে
ভুলে যাও, ছেড়ে দাও সব ভার, সব ভার
এ নিস্তব্ধতা নিরবতা যদি আলো চাও, পাবে
চাইলে পাবে চোখ মেলে দেখো আলো
আকাশ ছোঁয়া সব চাওয়া পুরো পৃথিবীটাকে
ভুলে যাও, ছেড়ে দাও সব ভার
আকাশ ছোঁয়া সব চাওয়া পুরো পৃথিবীটাকে
ভুলে যাও, ছেড়ে দাও সব ভার
আকাশ ছোঁয়া সব চাওয়া পুরো পৃথিবীটাকে
ভুলে যাও, ছেড়ে দাও সব ভার...