Pair of Vintage Old School Fru
Title: Ayre Amar Damal Chele

আয়রে আমার দামাল ছেলে
দুষ্ট লক্ষ্মীছাড়া
আর কত পথ থাকবো চেয়ে
অশ্রু বাঁধন হারা।।
ফিরলো কত হাটের মানুষ
ঘাটের মানুষ শত
তোর দেখা নাই কেনো ওরে
মনকে মানাই কত।
সোনা আমার মানিক আমার
আমি তোমার ত্বরে
মূরকী মোয়া বানিয়ে প্রহর
কাটাই বসে ঘরে।
কবে মানিক সখের চিতই
পিঠে খাবি এসে
খেজুর রসের দিন চলে যায়
মিলবে কি আর শেষে
কেঁদে কেঁদে তোর বাজানের
চোখ দূটো যে যায়
খুঁজি তোকে হাটে ঘাটে
শহর নগর গায়।
কাদিসনে মা কাদিসনে আর
তোর মানিক ফিরে আসবে
যেদিন ভুখা মুখগুলো মা
চাঁদের হাসি হাসবে, চাঁদের হাসি হাসবে
এখনও মা লক্ষ সোনা, মোরে যে
ক্ষুধায় যায় না গোনা
ফিরব সেদিন যেদিন মাগো
সবাই সুখে নাচবে, সবাই সুখে নাচবে