Title: Artonad
Band: RockStrata
Album: RockStrata
জীবনের এই পথে চলেছি আমি একা
সকল বাধা ভেঙে ছুটে চলেছি আজ
জানি না কবে আমি পাবো ঠিকানা
জয়ী হব কি না তাও জানি না।
আমিও তোমাদেরই একজন
চেয়েছিলাম তোমাদের মাঝে থাকতে
আমারও ছিল কিছু স্বপ্ন
দাওনি কেন কোন সুখ নিয়ে বাঁচতে।
চিৎকার হাহাকার চারিদিকে কান্না
কিভাবে এসব হলো কেউ যে জানে না
সবাইকে দেখে মনে হয় যেন অপরাধী
এ জীবন কখনো চাইনি আমি।
আমি আজ তাই বেড়িয়েছি নতুন আশা নিয়ে
যদি কোন দিন এ পথে আশ্রয়ের ছায়া মিলে।
চিৎকার হাহাকার চারিদিকে কান্না
কিভাবে এসব হলো কেউ যে জানে না
সবাইকে দেখে মনে হয় যেন অপরাধী
এ জীবন কখনো চাইনি আমি।
আমিও তোমাদেরই একজন
চেয়েছিলাম তোমাদের মাঝে থাকতে
আমারও ছিল কিছু স্বপ্ন
দাওনি কেন কোন সুখ নিয়ে বাঁচতে।