Title: 35
Band: Black
Album: Underground
এই ভেজা মাটির দেশ যদিও সবুজ সুন্দর
তবু এত ক্ষয় চারিদিকে, এত মৃত্যু
এসব তুমি এড়িয়ে যেতে পার কি?
এসব তুমি এড়িয়ে যেতে পার না..
কেন এত মৃত্যু চারিদিকে?
প্রশ্ন কর তুমি, প্রশ্ন তুলো তোমরা
এসব তুমি এড়িয়ে যেতে পার কি?
এসব তুমি এড়িয়ে যেতে পার না
এসব আমরা কেউ এড়াতে পারিনা
এসবের জন্য আমরাই দায়ী…